Friday, 1 January 2016

মুক্ত চিন্তার সপক্ষে

কেবল ইসলামিক স্টেট এর জঘন্য হিংস্র এবছর একের পর এক ল্যান্ড মার্ক । জঙ্গি মৌল বাদ ঘরের কাছে একটি দেশেও দুর্বার গতিতে সাধারন নাগরিক জীবন ছার খার করে দিল এই ২০১৫ সালেই ।
ফেব্রুয়ারি মাসে শেষে ঢাকার বই মেলা প্রাঙ্গণের বাইরে ভর সন্ধ্যে তে বড় রাস্তা ওপর ব্লগার অভিজিৎ রায় কে হত্যা করা হল । এর আগেও কয়েক জন মুক্ত চিন্তা শীল নাগরিক জঙ্গি আঘাতে নিহত হয়েছেন । তবু অভিজিৎ এর মৃত্যু টি বিশিষ্ট । একের পর এক নিধনের প্রবাহ যে এবার চলতেই থাকবে ,তার ঘোষণা ছিল অভিজিৎ নিধনের মধ্যে ।  মার্চে ওইয়াশিকুর মে তে অনন্ত বিজয় দাস আগস্টে নিলাদ্রি নিলয় চট্টোপাধ্যায় ,অক্টোবরে ফয় স্ল আরফিন দীপন । প্রতিটি হত্যায় মহানগরে র বুকে ,কোন ও আগাম নিরাপত্তায় আটকানো অসম্ভব ।
রাষ্ট্র পুঞ্জের তদন্ত দল ও এই মৌল বাদি শত্রুর বিনাশে অপ রাগ এতই প্রসারিত ও প্রোথিত তাদের বিষ বৃক্ষে র শিকর । বাংলা দেশের সমাজে যে এত তাড়াতাড়ি ভয় এভাবে ব্যাপ্ত করে দেওয়া যাবে ।ভাবা যায় নি  এতদিন ।এই মুহূর্তে কত ব্লগার ঘর ছাড়া দেশ ছাড়া । যুদ্ধের ভুমি টি চিহ্নিত ।

মৌলবাদ ও মুক্ত চিন্তা ।

 


ব্লগাররা তার মুক্ত চিন্তা নিয়ে তার লড়াই চালিয়ে যাবে আগামিদিনে মৌল বাদ বিরোধী সংগ্রাম ।

No comments:

Post a Comment